শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি। সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর শীর্ষ সম্মেলনের ফাঁকে মঙ্গলবার (১৫ জুলাই) এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর মেহের নিউজ এজেন্সির।
প্রতিবেদনে বলা হয়, এসসিওর ২৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে চীনে অবস্থান করছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনের আগে শি জিনপিংয়ের সঙ্গে একটি সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন তিনি।
পরে তিনি এসসিও সম্মেলনে অংশগ্রহণকারী সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি গ্রুপ বৈঠকেও অংশ নেন।