নীতিগত প্রত্যাশায় রেকর্ড উচ্চতায় বিটকয়েন, বাজারমূল্য ছাড়াল ৩.৭৮ ট্রিলিয়ন ডলার

বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার অতিক্রম করেছে। সোমবার এশীয় লেনদেনে এটি বেড়ে দাঁড়ায় ১ লাখ ২১ হাজার ২০৭ দশমিক ৫৫ ডলারে। পরে সামান্য কমে ১ লাখ ২০ হাজার ৮৫৬ ডলারে লেনদেন হয়।
বিটকয়েনের এই ঊর্ধ্বগতির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রে ডিজিটাল অ্যাসেট খাতে নীতিগত কাঠামো গঠনের আশাবাদ। মার্কিন কংগ্রেসে এ সংক্রান্ত একাধিক বিল আলোচনার জন্য তালিকাভুক্ত হয়েছে। দীর্ঘদিন ধরেই নীতিগত স্বচ্ছতা দাবি করে আসছে ক্রিপ্টো খাত।
এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, যিনি নিজেকে ক্রিপ্টোবান্ধব হিসেবে তুলে ধরেছেন।
২০২৫ সাল শুরুর পর থেকে এখন পর্যন্ত বিটকয়েনের দাম ২৯ শতাংশ বেড়েছে।
বাজারে ইতিবাচক ধারা ইথারসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতেও ছড়িয়ে পড়েছে। ইথার পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৪৮ ডলারে পৌঁছায় এবং সর্বশেষ ৩ হাজার ৩৬ ডলারে লেনদেন হয়।
ক্রিপ্টো বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কয়েনমার্কেটক্যাপ জানায়, পুরো ক্রিপ্টো খাতের বাজারমূল্য এখন ৩ দশমিক ৭৮ ট্রিলিয়ন ডলার ছুঁয়েছে।