গাজায় নতুন ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৬, শিশুসহ বহু হতাহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নতুন দফায় বর্বর হামলায় কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শনিবার (১২ জুলাই) ভোর থেকে শুরু হওয়া এসব হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গাজা সিটির তুফা এলাকার জাফা স্ট্রিটে একটি বাসভবনে চালানো হামলায় ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
উত্তর গাজায় ১৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য সংস্থা।
গাজার খান ইউনিসের পশ্চিমে তথাকথিত ‘মানবিক এলাকা’ আল-মাওয়াসি-তে বাস্তুচ্যুতদের এক আশ্রয়স্থলে ইসরাইলি বোমা হামলায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নাসের হাসপাতাল।
মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুতদের অপর এক আশ্রয়কেন্দ্রে চালানো ড্রোন হামলায় আরও ২ জন নিহত হয়েছেন, অনেকে আহত হন বলে জানিয়েছে আল-আকসা শহীদ হাসপাতাল সূত্র।
এদিকে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, গাজা সিটির পশ্চিমে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বিপরীতে জামাল আবদেল নাসের স্ট্রিটে ইসরাইলি বোমা হামলায় এক মা ও তার তিন সন্তান নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, এ পর্যন্ত ৫৭ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ।