ফের বাণিজ্য যুদ্ধের হুঙ্কার ট্রাম্পের, বাংলাদেশের ওপর ৩৫% শুল্ক

ফের বাণিজ্য যুদ্ধের উত্তাপ ছড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) তিনি ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই তালিকায় রয়েছে বাংলাদেশও, যার ওপর ট্রাম্প প্রশাসন ৩৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে। আগামী ১ আগস্ট ২০২৫ থেকে এই শুল্ক কার্যকর হবে।
সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে মিয়ানমার ও লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের ওপর। এছাড়া থাইল্যান্ড ও কম্বোডিয়ার ওপর ৩৬ শতাংশ, সার্বিয়া ও বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ এবং ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশেও ২৫ থেকে ৩২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।
নতুন শুল্ক আরোপের ঘোষণার পাশাপাশি ট্রাম্প জানান, তিনি এখনও আলোচনার জন্য উন্মুক্ত। সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “আমরা যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি করেছি, আমরা চীনের সঙ্গে একটি চুক্তি করেছি, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করার কাছাকাছি। যাদের সঙ্গে দেখা করেছি, কিন্তু যাদের সঙ্গে চুক্তি সম্ভব নয় বলে মনে হচ্ছে, কেবল তাদের আমরা এই চিঠি পাঠাচ্ছি।”
ট্রাম্প শাসনামলে এর আগেও একাধিকবার বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল, যার বড় অংশীদার ছিল চীন। এবার তার নজরে রয়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক উন্নয়নশীল দেশ।
বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প, যুক্তরাষ্ট্রনির্ভর। প্রতিবছর শত কোটি ডলারের পোশাক রপ্তানি হয় মার্কিন বাজারে। ৩৫ শতাংশ শুল্ক আরোপের ফলে এই খাতে প্রতিযোগিতা হারানোর আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ঢাকাস্থ বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি ব্যালান্সে বড় প্রভাব ফেলতে পারে। একইসঙ্গে এই ইস্যুতে সরকারের জরুরি কূটনৈতিক পদক্ষেপ প্রয়োজন বলেও মত দেন তারা।
শুল্ক আরোপের তালিকা:
দেশ শুল্কহার
লাওস ৪০%
মিয়ানমার ৪০%
থাইল্যান্ড ৩৬%
কম্বোডিয়া ৩৬%
বাংলাদেশ ৩৫%
সার্বিয়া ৩৫%
ইন্দোনেশিয়া ৩২%
দক্ষিণ আফ্রিকা ৩০%
বসনিয়া ও হার্জেগোভিনা ৩০%
মালয়েশিয়া ২৫%
তিউনিসিয়া ২৫%
জাপান ২৫%
দক্ষিণ কোরিয়া ২৫%
কাজাখস্তান ২৫%