ইরান-ইসরাইল সংঘাতের পর প্রথমবার জনসম্মুখে আয়াতুল্লাহ খামেনি

ইরান-ইসরাইলের টানা ১২ দিনের সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।
রবিবার (৬ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, আয়াতুল্লাহ খামেনি মসজিদে প্রবেশ করার সময় উপস্থিত জনতা তাকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন। এ সময় তিনি প্রবীণ শিয়া ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে দেশাত্মবোধক গান ‘ও ইরান’ পরিবেশনের অনুরোধ করেন—যা ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
ইসরাইলের আকস্মিক হামলার জেরে শুরু হওয়া সামরিক উত্তেজনার সময় খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি কেবলমাত্র তিনটি ভিডিও বার্তা দেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা শুরু হয়। অনেকেই ধারণা করেছিলেন, তিনি হয়তো গোপন বাংকারে অবস্থান করছেন।
তবে আশুরার দিনে তার সরাসরি উপস্থিতি রাষ্ট্রীয় গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচার করা হয় এবং খামেনির সমর্থকদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা যায়।
প্রসঙ্গত, আশুরা মুসলিম বিশ্বের জন্য এক শোকাবহ দিন। ৬১ হিজরির এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.) কারবালার প্রান্তরে শাহাদতবরণ করেন। প্রতি বছর এই দিনটিতে আয়াতুল্লাহ খামেনি জনগণের সঙ্গে সরাসরি অংশ নিয়ে থাকেন।
এবার যুদ্ধকালীন সময়ে তার অনুপস্থিতি নিয়ে যে গুজব ও উদ্বেগ তৈরি হয়েছিল, খামেনির এই উপস্থিতি তা অনেকটাই প্রশমিত করেছে।