ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাশিয়ার হামলা থেকে আত্মরক্ষার জন্য ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৩ জুলাই) জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেনের এই ক্ষেপণাস্ত্র ‘খুবই প্রয়োজন’।
ট্রাম্প বলেন, “পুতিন মুখে ভালো কথা বলেন, কিন্তু সন্ধ্যায় সবাইকে বোমা মারেন। ইউক্রেনের আত্মরক্ষার জন্য আমরা তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেব।”
তিনি আরও জানান, ইউক্রেনে ঠিক কতটি প্যাট্রিয়ট পাঠানো হবে তা নির্দিষ্ট করেননি, তবে জানিয়েছেন—এই অস্ত্র পাঠানোর খরচ ইউরোপীয় ইউনিয়ন বহন করবে, যুক্তরাষ্ট্র নয়।
ট্রাম্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে সমঝোতার উদ্যোগ নিয়েছেন বলেও জানান। তবে তার সেই প্রচেষ্টায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ফলে ক্রমেই পুতিনের প্রতি বিরক্ত হয়ে উঠছেন তিনি।
চলতি সপ্তাহেই ইউক্রেন ইস্যু এবং অন্যান্য নিরাপত্তা বিষয় নিয়ে ন্যাটো’র নতুন মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। সেই বৈঠকে সামরিক সহায়তা ও জোটের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।