আমি মা হতে চাই, তবে গর্ভে ধারণ করে নয় - জয়া আহসান

দীর্ঘদিন ধরে একাই জীবন কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ১৯৯৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন ফয়সাল আহসানকে। কিন্তু সেই সম্পর্ক টেকেনি, ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়। তারপর থেকে একক জীবনযাপন করছেন এই গুণী শিল্পী।
তবে একা থাকলেও মা হওয়ার ইচ্ছা রয়েছে জয়ার। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি সন্তান দত্তক নিতে চান। তার কথায়, "আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। আমি নিজেও চেষ্টাও করেছিলাম। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে।”
জয়া জানান, তিনি ও তার বোন কানা মাসউদ মিলে একসঙ্গে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখনও কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।এই প্রসঙ্গে জয়া বলেন, “আসলে নানা রকমের জটিলতা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু এর জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়।”
সন্তান ধারণ ছাড়াও মা হওয়া সম্ভব—এই ভাবনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “যাদের একটি করে সন্তান থাকে, তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসেবে বাইরে থেকে দত্তক নিতেই পারেন। তাহলে সেই শিশুগুলো একটি পরিবার পাবে।”
বর্তমানে জয়া ওপার বাংলার ‘ডিয়ার মা’ ছবির প্রচারণায় ব্যস্ত। ছবিটির মূল বিষয়বস্তুই একজন মায়ের সঙ্গে তার দত্তক সন্তানের সম্পর্ক। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজের বাস্তব জীবনের অনুভূতির সঙ্গে অনেক মিল পেয়েছেন বলেও জানান জয়া।
তিনি বলেন, “আমি নিজেও একজন সংবেদনশীল মানুষ এবং সন্তান দত্তক নিতে চাই। তাই এই চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে সুবিধা হয়েছে।”
জয়া আহসান বরাবরই সমাজ ও সম্পর্ক নিয়ে খোলামেলা ভাবনা প্রকাশ করেন। এবারও তার এই মানবিক দৃষ্টিভঙ্গি ও দায়িত্বশীল মনোভাব অনুপ্রেরণা হয়ে উঠেছে অনেকের কাছে।