“আওয়ামী লীগ দেশে নেই, তবু সামলাতে পারেন না”—সমন্বয়কদের উদ্দেশে ইলিয়াস হোসেন

বাংলাদেশে রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের আলোচনায় এসেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।
শনিবার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি রাজনৈতিক সমন্বয়কারীদের উদ্দেশে বলেন, “আওয়ামী লীগ দেশে নেই, তারপরেও তাদেরকেই সামলাতে পারেন না; আর বিএনপিকে খেপিয়ে কীভাবে মাঠে টিকে থাকবেন, জানি না।”
স্ট্যাটাসে তিনি বিএনপির চাঁদাবাজি নিয়েও সমালোচনা করেন, তবে একইসঙ্গে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে সমন্বয়কারীদের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন।
ইলিয়াস হোসেন লিখেছেন, “সমন্বয়ক সাহেবেরা এত চেতে গেলেন কেন? বিএনপির চাঁদাবাজি নিয়ে আমরাও বলছি, কিন্তু আপনারা জিয়াউর রহমান, খালেদা জিয়া—কাউকে ছাড়ছেন না। ঘটনা কী?”
তিনি আরও লিখেন, “তারপরেও দোয়া থাকলো—এগিয়ে যান।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিএনপির অভ্যন্তরীণ সমালোচনা ও সমন্বয়কারীদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পক্ষ থেকে মন্তব্য আসছে। ইলিয়াস হোসেনের এই বক্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।