শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, লক্ষ্য আরেকটি বড় জয়

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ দ্বিতীয় লেগের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চারটি দল পরস্পরের সঙ্গে দুইবার করে মুখোমুখি হওয়ায় প্রতিটি দলের ম্যাচ সংখ্যা দাঁড়াচ্ছে ছয়টি। এই পর্বে প্রতিটি জয় ও গোলই শিরোপা লড়াইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য।
শনিবার (১৯ জুলাই) কিংস অ্যারেনার অনুশীলন মাঠে দিনের প্রথম ম্যাচে বিকেল ৩টায় মুখোমুখি হবে নেপাল ও ভুটান। এরপর সন্ধ্যা ৭টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। উভয় ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে দুর্বল দল হিসেবে বিবেচিত শ্রীলঙ্কা। প্রতিপক্ষদের আক্রমণের সামনে কার্যত অসহায় ছিল দলটি। চার ম্যাচে হজম করেছে ২৮ গোল—এর মধ্যে ১৪টি নেপালের বিপক্ষে । প্রথম লেগে বাংলাদেশের কাছে তারা ৯-১ গোলে বিধ্বস্ত হয়েছিল। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ বড় জয়ের লক্ষ্যে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা।
টানা এক দিন পর পর ম্যাচ খেলায় খেলোয়াড়দের চাঙ্গা রাখতে শুক্রবার রাখা হয়েছিল রিকভারি সেশন। ফুটবলাররা দিনটি কাটিয়েছেন জিম ও সুইমিং পুলে, নিয়মিত অনুশীলনের বাইরে থেকে নিজেদের প্রস্তুত করেছেন।
এই সময় জাতীয় দলের হয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন নবিরন খাতুন, যিনি ভুটানের বিপক্ষে ম্যাচে লাল-সবুজদের নেতৃত্ব দেন। নবিরন বলেন,
“জীবনে প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নামা আমার জন্য স্মরণীয়। ম্যাচটি আমরা জিতেছি, এটা আমার, আমার পরিবার ও গ্রামের সবার জন্য অনেক আনন্দের। বাবা-মা খেলা দেখে ফোন করেছিলেন। গ্রামে সবাই দোকানে বসে খেলা দেখেছে—এটা আমার কাছে বিশাল প্রাপ্তি।”
শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী নবিরন জানান, “কোচ ভিডিও অ্যানালাইসিস করিয়ে কে কীভাবে খেলবে, তা বুঝিয়ে দিয়েছেন। আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি। ইনশাআল্লাহ, ভালো জয় নিয়েই মাঠ ছাড়ব।”
রাউন্ড রবিন লিগে প্রত্যেক দলের জন্যই বাকি ম্যাচগুলো এখন হয়ে উঠেছে সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য বিশেষ করে বাকি দুটি ম্যাচই হতে পারে শিরোপা নির্ধারণী। ফলে প্রতিটি জয়, এমনকি প্রতিটি গোলও এখন মূল্যবান।