আগে সংস্কার তারপর নির্বাচন---মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

ইসলামি আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন- নির্বাচনের তারিখ নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। তবে আমরা চাই একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। বর্তমান পদ্ধতিতে হাজারবার নির্বাচন হলেও তা সুষ্ঠু হবে না। নির্বাচন সুষ্ঠু করতে হলে আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে। সংস্কার ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। কাজেই আগে সংস্কার তারপর নির্বাচন।
বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন- নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কি না তার জানার জন্য আগে পরীক্ষামূলকভাবে স্থানীয় নির্বাচন আয়োজন করুন। যদি স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে আমরা ধরতে পারি জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে। কিন্তু যদি স্থানীয় নির্বাচনই সুষ্ঠু না হয়, তাহলে আমরা বলবো জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে না। তাই আমাদের দাবি-আগে স্থানীয় নির্বাচন হোক, তারপর জাতীয় নির্বাচন।
গতকাল বিকেলে সদর উপজেলার নান্দিনা মডেল একাডেমি মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখা আয়োজিত এক গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় ইসলামি আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী,সদর উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মো. রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।