“বাংলা নয় তোদের বাপ-দাদার”: সুনামগঞ্জে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ!

সুনামগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “অনেকে বলে বাংলা নাকি আমাদের বাপ-দাদার নয়। আমরা তাদের বলছি— বাংলা নয় তোদের বাপ-দাদার।” তিনি বলেন, যারা এনসিপিতে যোগ দিতে চান, তাদের অনেকেই নানা ধরনের ভয়ভীতি ও বাধার সম্মুখীন হচ্ছেন। তাই গ্রাম-গঞ্জে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন তিনি। বক্তৃতায় হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “রাজা যায়, রাজা আসে; সরকার যায়, সরকার আসে। কিন্তু সুনামগঞ্জের মানুষের জীবন পদ্ধতি বদলায় না। এনসিপি সেই পরিবর্তনের জন্যই কাজ করছে।”
এর আগে বৃহস্পতিবার রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা সুনামগঞ্জে এসে সার্কিট হাউসে ওঠেন। শুক্রবার সকালে আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরে কেন্দ্রীয় মডেল জামে মসজিদে জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে পদযাত্রা শেষ হয়।
বেলা আড়াইটায় শুরু হওয়া পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অনিক রায়।
সভায় স্বাগত বক্তব্য দেন এনসিপির সুনামগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ও হাছন রাজার প্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা চৌধুরী। আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা— উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং সুনামগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়ক আবু ছালেহ নাসিম।
সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহত ব্যক্তিরাও মঞ্চে উপস্থিত ছিলেন।