ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির নয় বিএনপি, জনগণের মালিকানা ফেরত চায়: মির্জা ফখরুল

বিএনপি ক্ষমতায় যেতে অস্থির নয়, বরং তারা জনগণের মালিকানা জনগণের হাতেই ফিরিয়ে দিতে চায়—এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আগামী ফেব্রুয়ারির মধ্যে একটি নির্বাচন হলে দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা কোনো অস্থিরতা তৈরি করতে চাই না, বরং একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে জনগণের হাতে মালিকানা ফিরিয়ে দিতে চাই।”
রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, “১২টি মৌলিক বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। কিছু বিষয়ে এখনো ঐকমত্য গঠনের চেষ্টা চলছে। তবে যেগুলোতে একমত হওয়া যাবে না, সেগুলো বাদ দিয়ে মৌলিক বিষয়গুলো নিয়েই সংস্কারে এগিয়ে যাওয়া উচিত।”
তিনি বলেন, “গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, বিতর্ক থাকবে। কিন্তু কাঁদা ছোড়াছুড়িরও একটা সীমা থাকা দরকার। নয়তো ভবিষ্যতে রাজনৈতিক তিক্ততা বেড়ে যাবে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।”
জুলাই-আগস্ট অভ্যুত্থান প্রসঙ্গে ফখরুল বলেন, “এই মাসে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। আমরা চাই, সকল রাজনৈতিক শক্তি দেশের পুনর্গঠনে ঐক্যবদ্ধ হোক।”