‘শেখ হাসিনাকে ফিরিয়ে দিন’, ভারতকে হুঁশিয়ারি নাসিরউদ্দীন পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেছেন, “শেখ হাসিনার বিচারের আগে শহীদ পরিবার বাংলাদেশে কোনো নির্বাচন মানবে না।” তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘খুন করে পালিয়েছেন’ এবং ভারত সরকার তাকে বাংলাদেশে ফেরত না দিলে জনগণের প্রতিবাদ আরও তীব্র হবে।
গত বুধবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে ঢাকার আশুলিয়ার বাইপাইল মোড়ে এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নাসিরউদ্দীন বলেন, “আমরা ভারত সরকারকে বলছি— আমরা ভারতীয় জনগণের শত্রু নই। কিন্তু শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত দিন। কারণ, সে খুন করে পালিয়েছে। শহীদদের মায়েরা এখনও তার বিচারের অপেক্ষায় আছেন। তার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন শহীদ পরিবার মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাই— ভারতের সঙ্গে হওয়া সকল অসম চুক্তি বাতিল করুন। জনগণের সামনে সবকিছু প্রকাশ করুন। তাহলে বোঝা যাবে ভারত আমাদের বন্ধু ছিল, না শোষক রাষ্ট্র।”
ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (NRC) ও সীমান্ত পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, “বাংলাদেশের সীমান্তে ফেলানির লাশ ফেলে, কাঁটাতারে ঘেরা সীমান্তে আধুনিক সভ্যতায় এমন নিপীড়ন আর কোনো রাষ্ট্রের ওপর চালানো হয়নি। এখন দেখা যাচ্ছে, শেখ হাসিনা ভারতের সঙ্গে মিলে নাগরিক বিলের মাধ্যমে বাঙালি মুসলমানদের বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালাচ্ছে।”
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ভারতীয় এজেন্ট’ হিসেবে উল্লেখ করে এনসিপি নেতা বলেন, “তিনি এমন একটি সংবিধান তৈরি করেছিলেন, যার মাধ্যমে বাংলাদেশে জাতিগত বিভাজন তৈরি হয়। হিন্দু সম্প্রদায়ের জমি দখল, আলেমদের জঙ্গি তকমা দেওয়া, এসবই ছিল ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী পরিচালিত ষড়যন্ত্র।”
তিনি বলেন, “আমাদের আহত ভাইয়েরা এখনও হাসপাতালে। তারা সংস্কারের জন্য জীবন দিয়েছে। যদি কেউ আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাহলে সেই পেশিবলের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, রক্তের গঙ্গা বয়ে যাবে। আর কেউ স্বৈরাচার হয়ে ফিরতে চাইলে তার পরিণতিও হবে শেখ হাসিনার মতো।”