সমাবেশের স্থান পরিবর্তনে কৃতজ্ঞতা জানাল জাতীয় নাগরিক পার্টি

পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তনের সিদ্ধান্তে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (NCP)। গত মঙ্গলবার দলের একজন শীর্ষ নেতা সারজিস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে সারজিস লেখেন, “আমাদের অনুরোধের প্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টি (NCP)'র পক্ষ থেকে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়ে এভাবেই আগামী বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের উত্তরন ঘটবে।”
এ ধরনের আচরণকে রাজনৈতিক পরিপক্বতা ও গণতন্ত্র চর্চার ইতিবাচক দৃষ্টান্ত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও সংঘাতের আবহের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকেরাও।
এদিকে বিএনপি এবং ছাত্রদলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য না এলেও, দুই দলের মধ্যকার সহযোগিতা ও সম্মানবোধ ভবিষ্যতের গণতান্ত্রিক চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।