মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এনসিপির আন্দোলন অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম

মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, "বাংলাদেশে যে স্বাধীনতাপন্থী সংগ্রাম চলছে—স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও মানবিক মর্যাদা রক্ষার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি ভূমিকা রাখবে।"
গত রবিবার (২৭ জুলাই) দুপুরে এনসিপির “জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা পৌরসভার মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, “নেত্রকোণা একটি হাওর-বাওর অধ্যুষিত এলাকা। এখানকার মানুষের জীবনে বন্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অবনতি এবং কর্মসংস্থানের অভাব মারাত্মকভাবে প্রভাব ফেলছে। এনসিপি একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে, যেখানে সকল নাগরিকের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করা হবে।”
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান ও রুহুল আমিন আইনী।
মঞ্চে আরও উপস্থিত ছিলেন: দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার, যুবশক্তির যুগ্ম-আহ্বায়ক মারুফ আল হামিদ, কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন প্রমুখ।