জুলাই পদযাত্রা শেষে ঢাকায় ফিরলেন এনসিপি নেতারা, মধ্যরাতে নেতাকর্মীদের ফুলেল অভ্যর্থনা

সারা দেশের বিভিন্ন অঞ্চলে এক মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ঢাকায় ফিরে এসেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা। কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে গতকাল (৩০ জুলাই) মধ্যরাতে রাজধানীতে ফিরলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতাদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেন দলের নেতাকর্মী ও সমর্থকেরা।
দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছানোর পর সেখানে উপস্থিত নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান এবং শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, ঢাকা মহানগর ও জেলা কমিটির নেতারা এবং রাজধানীতে অবস্থানরত বিপুলসংখ্যক সমর্থক।
দলীয় সূত্র জানায়, জুলাই মাসজুড়ে অনুষ্ঠিত পদযাত্রা কর্মসূচির মাধ্যমে এনসিপি সারাদেশে জনসম্পৃক্ততা বাড়াতে সক্ষম হয়েছে। পথসভা ও স্থানীয় কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে নতুন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেছে দলটি।
পদযাত্রা শেষে রাজধানীতে ফিরে এসে নাহিদ ইসলাম বলেন, "মানুষের ভালোবাসাই আমাদের শক্তি। দেশ পুনর্গঠনের এই পথে আমরা একসঙ্গে এগিয়ে যাব।"