শেষ হলো এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’

সারা দেশে মাসব্যাপী চলা ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বুধবার (৩০ জুলাই) রাতে সাভারের বাইপাইলে এক পথসভার মধ্য দিয়ে শেষ হয় এই কর্মসূচি।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন জানান, রোদ-বৃষ্টি আর নানা প্রতিবন্ধকতা অতিক্রম করেই দেশের নানা প্রান্তে পথসভা ও পদযাত্রা সফলভাবে সম্পন্ন করেছে এনসিপি। কর্মসূচির শেষ দিন রাত সাড়ে ১১টায় শীর্ষ নেতারা পদযাত্রার বহর নিয়ে রাজধানীর শেওড়াপাড়ায় দলের প্রধান কার্যালয়ে পৌঁছান।
কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে এনসিপির ঢাকা মহানগরের নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন। মাসজুড়ে চলা এই কর্মসূচিতে দেশজুড়ে দলীয় কাঠামো মজবুত করা ও জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করাই ছিল এনসিপির মূল লক্ষ্য।