ছাত্রশিবিরের লিডারশিপ ক্যাম্পে দক্ষ নেতৃত্ব গঠনের আহ্বান — জামায়াত আমিরের

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাখা দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘লিডারশিপ ট্রেনিং ক্যাম্প–২০২৫’। রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে গত ২৮ ও ২৯ জুলাই এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পের উদ্বোধনী ও সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
দুই দিনব্যাপী এ ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণকারী শাখা দায়িত্বশীলদের মাঝে নেতৃত্ব বিকাশ ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—
১. উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব
২. ব্রেইনস্টর্মিং সেশন
৩. সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন
৪. জনশক্তি ব্যবস্থাপনা
৫. দক্ষ নেতৃত্ব গঠন
৬. অফিস ব্যবস্থাপনা ও লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট
৭. দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ইত্যাদি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
১. ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলাম
২. ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান
৩. সাবেক সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম
৪. সাবেক সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন
আরো ছিলেন - অ্যাডভোকেট আতিকুর রহমান, ইয়াছিন আরাফাত, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সালাহউদ্দিন আইয়ুবী, মঞ্জুরুল ইসলাম, এবং শিক্ষাবিদ ড. মোহাম্মদ আসাদুল্লাহ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দক্ষ নেতৃত্ব গঠনে ধারাবাহিক প্রশিক্ষণ ও চিন্তাশীল কর্মসূচির বিকল্প নেই। তারা শাখা দায়িত্বশীলদের উদ্দীপনা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা বাড়াতে আত্মবিশ্বাসের সঙ্গে অগ্রসর হওয়ার আহ্বান জানান।