“সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন নয়” — মৌলভীবাজারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হতে পারে না। দেশের সংস্কার ও উন্নয়নের জন্য বাহাত্তরের সংবিধানেরও সংস্কার প্রয়োজন।”
শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
সংবিধান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়তে এই সংবিধান সংস্কার করতে হবে।"
সম্প্রতি হবিগঞ্জের বানিয়াচংয়ে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় সরকারপন্থী মহলের ভূমিকার সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, “এ ঘটনার দায় অভ্যুত্থানকারীদের ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে এনসিপি কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের বিভিন্ন জাতিসত্তার সাংবিধানিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে।”
এর আগে শনিবার সকালে সিলেটে বীর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে বিচার ও সংস্কার প্রশ্নে শহীদ পরিবারের স্বজনেরা তাদের দৃঢ় অবস্থান ও প্রত্যাশা তুলে ধরেন।
মৌলভীবাজারে পথসভা শেষে এনসিপি নেতারা কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে।