বেনাপোল স্থলবন্দর থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ইমিগ্রেশন ভবনে পাসপোর্ট জমা দেওয়ার সময় স্টপ লিস্টে নাম থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুস সামাদ আজাদ (৩৩)। তিনি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে। তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে ছয়টি মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, পাসপোর্ট জমা দেওয়ার সময় স্টপ লিস্টে থাকার কারণে তাকে আটক করে। পরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, “আব্দুস সামাদকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মৌলভীবাজার থানায় পাঠানো হবে।”