ভোলায় পদযাত্রায় অংশ নিতে আসছেন এনসিপি নেতারা, সমাবেশে বক্তব্য দেবেন শতাধিক কেন্দ্রীয় নেতা

জুলাই গণআন্দোলনের অংশ হিসেবে ভোলায় পদযাত্রায় অংশ নিতে আসছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতারা।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন-এর নেতৃত্বে বরিশাল থেকে ভোলার উদ্দেশে রওনা হন তারা।
ভোলা শহরে পদযাত্রা শেষে দুপুর ২টায় প্রেসক্লাব চত্বরে এক সমাবেশে অংশ নেবেন দলের শীর্ষ নেতারা। এই সফর ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে ভোলা জেলা কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠন সমন্বয়ে ৫টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
এনসিপির শীর্ষ নেতাদের এই প্রথম ভোলা সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে এলাকাগুলো।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন:
নাহিদ ইসলাম, কেন্দ্রীয় আহ্বায়ক
নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক
হাসনাত আব্দুল্লাহ, দক্ষিণাঞ্চলীয় সংগঠক
সারজিস আলাম, উত্তরাঞ্চলীয় সংগঠক
ডা. তাসনিম জারা ও সামান্তা সারমিন, কেন্দ্রীয় নেতৃত্বের সদস্য
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক ফয়সাল মাহমুদ শান্ত।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র-জনতার আন্দোলনে জন্ম নেয়া এনসিপি জনতার রাজনীতি করতে চায়। তাই মাঠে থেকেই জনগণের সঙ্গে কথা বলতে এবং সংহতি প্রকাশ করতেই এই সফরের আয়োজন করা হয়েছে।