“সে মায়ে রাখবো মনে, যে ছুঁইছে পোলার লাশ” — শহীদ পরিবারের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

আজ সোমবার সকালে (২৮ জুলাই) জামালপুরে শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম লেখেন— “সে মায়ে রাখবো মনে, যে ছুঁইছে পোলার লাশ।”
তিনি বলেন, “পৃথিবীর কোনো সান্ত্বনা বা ক্ষতিপূরণ দিয়েও শহীদ পরিবারগুলোর কষ্ট ঘোচানো সম্ভব নয়; কিন্তু শহীদের কল্পনার বাংলাদেশ গঠনের মাঝেই থাকে তাদের ত্যাগের পূর্ণতা।”
নাহিদ ইসলাম আরও বলেন, “আমি এবং এনসিপি সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে সদা সচেষ্ট।”
সাক্ষাৎকালে তিনি শহীদ পরিবারের সদস্যদের সাথে সময় কাটান, তাদের জীবন সংগ্রামের কথা শোনেন এবং দেশের চলমান গণতান্ত্রিক অভিযাত্রায় তাদের অবদানের জন্য শ্রদ্ধা জানান।