যৌথ বাহিনী নামানোর প্রস্তাব নুরের, চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে উদ্বেগ

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে দাবি করে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য রোধে যৌথ বাহিনী নামানোর প্রস্তাব করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। তার মতে, বিশেষ করে শিল্প এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়েছে এবং তা নিয়ন্ত্রণে সুস্পষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান কার্যকর হতে পারে।
চট্টগ্রাম প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় প্রশাসন এখন রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।
তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আলোচনায় তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ হলেও সাম্প্রতিক সহিংসতার ঘটনার পর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে এসব ঘটনা তিনি নিজে প্রত্যক্ষ করেননি বলে জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যসচিব মো. জাহিদুল করিম কচি।