রাজাপুরে এনসিপি’র উপজেলা কমিটির পরিচিতি ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

ঝালকাঠির রাজাপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা কমিটির পরিচিতি ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন এনসিপি ঝালকাঠি জেলার প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না, যুগ্ম সমন্বয়ক জুবায়ের হাওলাদার, যুগ্ম সমন্বয়ক হাসিবুর রহমান হাসিব, রাজাপুরউপজেলা প্রধান সমন্বয়ক শাহরিয়ার শাকিল, যুগ্ম সমন্বয়ক মুজাহিদুল ইসলাম সোহাগ গাজী, সদস্য তানিম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা নবগঠিত উপজেলা কমিটির নেতাদের পরিচয় তুলে ধরেন। তারা জাতীয় নাগরিক পার্টির দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং রাজনৈতিকভাবে দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিটির মশিউর রহমান, জলিল তালুকদার, হারুন অর রশিদ তালুকদারসহ কমিটির অন্যান্য সদস্য ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।