‘আরও বেশি সময় থাকলে অর্থনীতির অবস্থা ভালো থাকবে না’ — বিজেপি চেয়ারম্যান পার্থ

দেশে গত ১৭ বছরে গণতন্ত্রের পথচলা যে বাধাগ্রস্ত হয়েছে, তা এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, "বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেওয়া হয়েছে। এ সরকার আরও বেশি সময় থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না।"
বুধবার (৩০ জুলাই) রাজধানীর গুলশান-২ এর হোটেল লেকশোতে আয়োজিত একটি সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের শিরোনাম ছিল ‘গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন: বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত’।
আন্দালিব রহমান পার্থ বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেওয়া হয়েছে। তারা সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে কথা বলছে, অথচ সেই সরকার নির্বাচনের জন্যই দায়িত্বপ্রাপ্ত। এসব পদক্ষেপের মাধ্যমে সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চায়।”
সেমিনারে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, “আমরা এখনো জানি না সরকার আসলে কী করতে চায়, তাদের রোডম্যাপ কী। এসব প্রশ্ন করলে গাদ্দার হয়ে যাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ওপর পুরোপুরি বিশ্বাস করে ভুল করেছি। ভেবেছিলাম এক বছরের মধ্যেই নির্বাচন হবে, কিন্তু তা হয়নি।”
রাশেদ খান আরও বলেন, “জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেউ বলছে, তাদের দাবি না মানলে সনদে স্বাক্ষর করবে না। এটা গণতন্ত্রের অংশ হতে পারে না, এটা ‘মবক্রেসি’।"
সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা সংস্কার নিয়ে তিনি বলেন, “ঊচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। তবে সরকারকে মনে রাখতে হবে, জোর করে সংস্কার চাপিয়ে দিলে তা টেকসই হবে না। সব দলের সম্মতিক্রমে সংস্কার করতে হবে।”
সেমিনারে আরও কয়েকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।