“আনুপাতিক ভোট হলে আর কোনো স্থানীয় নেতা জন্মাবে না, জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আনুপাতিক ভোট পদ্ধতি (প্রোপোরশনাল রেপ্রেজেন্টেশন) বাস্তবায়িত হলে দেশের স্থানীয় রাজনীতি স্তব্ধ হয়ে যাবে। এতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে সরাসরি ভোট দিতে পারবে না এবং সংসদীয় আসনে নিজেদের পছন্দের লোককে নির্বাচিত করতে পারবে না।
বৃহস্পতিবার (৩ জুলাই) রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রিজভী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা চিরায়ত গণতন্ত্রের পক্ষে, যেখানে বৈধ ভোটাররা নিজের এলাকার জনপ্রতিনিধিকে সরাসরি বেছে নেয়। আনুপাতিক ভোটে দল থেকে এমপি বাছাই করলে সেটি আরো বেশি স্বৈরতন্ত্রের পথে নিয়ে যাবে।”
রিজভী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে বলেন, “গত ১৬ বছর ধরে তরুণরা শান্তিতে ঘুমাতে পারেনি, দমন-পীড়ন, গুম, খুন-নির্যাতনের মধ্যেও বিএনপি ঐক্য অটুট রেখেছে। গণতন্ত্রের জন্য আমাদের ঐক্য প্রয়োজন।”
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “চাঁদাবাজি, দখলবাজি থেকে দলকে দূরে রাখতে হবে। যারা এসব অপকর্ম করবে, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।”
অনুষ্ঠানে রংপুর মহানগর বিএনপির নেতারা ও ডক্টরস অ্যাসোসিয়েশন রংপুরের সদস্যরা উপস্থিত ছিলেন।