“জাতীয় স্বার্থে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে” — ফেসবুক পোস্টে মন্তব্য জামায়াত আমিরের

জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো মূল্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জুলাইয়ের এই সংকটে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি লেখেন, “দল ও মতের ভিন্নতা থাকবে—এটাই স্বাভাবিক। কিন্তু এই ভিন্নতা সত্ত্বেও ফ্যাসিবাদ, জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং সমাজবিনাশী অপশক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প নেই।”
জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত। যেকোনো সময় ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে।”
দলীয় কর্মীদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা যেন কোনো উসকানিতে পা না দিই। কেউ যদি ফাঁদ পাততে চায়, সেটিকে ধৈর্য ও বিচক্ষণতার মাধ্যমে মোকাবিলা করতে হবে। জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।”
পোস্টের শেষাংশে তিনি ছাত্র-শ্রমিক ও সাধারণ জনগণের মধ্যে ঐক্য ধরে রাখার কথা বলেন এবং আশাবাদ ব্যক্ত করেন— “সবার ঐক্যবদ্ধ প্রয়াসেই আগামী প্রজন্মের জন্য একটি মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।”