“দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি বুকে ধারণ করেই সামনে এগোতে চাই” — নাহিদ ইসলাম

গতকাল রবিবার (২৮ জুলাই) বিকেলে শেরপুরে অনুষ্ঠিতব্য জুলাই পদযাত্রা শুরুর পূর্বে বীর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম।
সাক্ষাৎকালে অশ্রুসজল চোখে তিনি শোনেন শহীদ পরিবারের কষ্ট, সংগ্রাম ও দেশের শ্রেষ্ঠ সন্তানদের জীবনের অনেক অজানা অধ্যায়। শহীদদের স্মৃতিচারণে আবেগঘন হয়ে পড়েন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “এই পরিবারগুলোর ত্যাগ জাতির বিবেক নাড়িয়ে দেয়। আমি শুধু শ্রদ্ধা জানাতে আসিনি— আমি দোয়া নিতে এসেছি, পরামর্শ নিতে এসেছি আগামী পথচলার জন্য।”
বৈঠকের গুরুত্বপূর্ণ দিকগুলো: শহীদ পরিবারের সদস্যরা জুলাই গণআন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন।
শহীদদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এনসিপির করণীয় নিয়ে পরামর্শ দেন।
পদযাত্রা শুরু হওয়ার আগে শহীদ পরিবারদের হাতে ফুল ও শুভেচ্ছা স্মারক তুলে দেন নাহিদ ইসলাম।
পরে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের আন্দোলনের শক্তি শহীদদের আত্মত্যাগ। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”