নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সারা দেশে গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী—এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “নির্বাচনের আগে এসব অস্ত্র অবশ্যই উদ্ধার করা হবে। এই কাজে রাজনৈতিক দলগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা।
তিনি বলেন, “এখনো সব অস্ত্র উদ্ধার হয়নি, তবে আমরা কাজ করছি। সাংবাদিকদের দায়িত্ব সত্য তুলে ধরা—এতে বিভ্রান্তি কমবে। রাজনৈতিক দলগুলো যখন মাঠে থাকবে, তখন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে।”
জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অনেক মামলার অগ্রগতি হয়েছে। তবে উদ্দেশ্যমূলকভাবে অনেককে আসামি করা হয়েছে বলেই কিছু বিলম্ব হচ্ছে। আমরা নিশ্চিত করতে চাই, যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয়।”
সম্প্রতি ভারত থেকে বাংলাদেশিদের পুশইন প্রসঙ্গে উপদেষ্টা জানান, “গত এক মাসে ১,৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে, যা সত্য তথ্য। তবে এখন সংখ্যাটা কিছুটা কমে এসেছে।”
তিনি বলেন, “নাগরিকদের আমরা অবশ্যই নিতে বাধ্য, তা ১০ বছর পর হলেও। কিন্তু রোহিঙ্গাদের পুশইন আমরা গ্রহণ করছি না—তাদের ফেরত পাঠানো হচ্ছে। ভারত অনেক সময় নিয়ম না মেনে নদীর পাড়ে বা জঙ্গলে ফেলে যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা প্রতিবাদ জানিয়েছি এবং কিছুটা ফলও মিলেছে।”
রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “চারজনকে শনাক্ত করা হয়েছে, এর মধ্যে তিনজন গ্রেপ্তার এবং ছিনতাইকৃত ফোনও উদ্ধার করা হয়েছে। তদন্ত টিম কাজ করছে। কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ অবহেলা করলে তাকেও শাস্তির মুখে পড়তে হবে।”