হত্যাচেষ্টা ও হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি ও জিয়াউল আলম গ্রেফতার

জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত দুটি পৃথক মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা ও মন্ত্রীসহ চারজন সাবেক শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২ জুলাই) ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান মোহাম্মদপুর ও কাফরুল থানার দুই মামলার শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান।
মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনার সাবেক বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক দুই মন্ত্রী আনিসুল হক ও দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ৫ আগস্ট মোহাম্মদপুরে সরকার পতনের দাবিতে আয়োজিত ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া মো. সোহেল রানা (৩৮) গুলিবিদ্ধ হয়ে আহত হন। তিনি সুস্থ হয়ে চলতি বছরের ১১ জুন মামলাটি দায়ের করেন।
অন্যদিকে, কাফরুল থানার একটি হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। অভিযোগে বলা হয়, ১৯ জুলাই রাজধানীর কাফরুলে আন্দোলন চলাকালে বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আতিকুল ইসলাম। পরে ২৩ ডিসেম্বর নিহতের আত্মীয় ব্যবসায়ী আহসান হাবীব এ বিষয়ে মামলা করেন।
এদিন চার আসামিকেই আদালতে হাজির করা হয় এবং শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন।