জাতীয় নির্বাচনের প্রস্তুতি: সীমানা পুননির্ধারণসহ তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে বসছে ইসি

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমানা পুননির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন এবং আচরণবিধিসহ তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩টায় নির্বাচন কমিশনের সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে জানা গেছে, এটি হবে সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় নির্বাচন প্রস্তুতি এবং আচরণবিধি সংক্রান্ত কমিটির ১২তম সভা।
সভায় জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুননির্ধারণ, নতুন ভোটকেন্দ্র স্থাপন, রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি সংশোধন ও চূড়ান্তকরণসহ অন্যান্য নির্বাচনি প্রস্তুতির বিষয়ে আলোচনা হবে।
সংশ্লিষ্ট সব সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকাসমূহের সীমানা নতুন করে নির্ধারণ এবং ভোটারদের জন্য সুবিধাজনকভাবে ভোটকেন্দ্র স্থাপনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে কমিশন।
এছাড়া আচরণবিধি যুগোপযোগী করতে বিভিন্ন প্রস্তাব ইতোমধ্যেই জমা পড়েছে, সেগুলোর ওপরও আজকের সভায় আলোচনা হতে পারে বলে জানা গেছে।