জাতীয় নির্বাচনে মোতায়েন হবে ৬০ হাজার সেনাসদস্য: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নির্বাচনের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত দ্বিতীয় দফা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, ‘নির্বাচন সামনে রেখে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। এর আগেও এক দফা বৈঠক হয়েছিল। আজকের বৈঠকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানো এবং দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।’
তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনেক মিথ্যা তথ্য বা বিভ্রান্তিকর তথ্য (misinformation) ছড়ানো হচ্ছে, যা সামনে আরও বাড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল ইনফরমেশন সেন্টারের মাধ্যমে গুজব ও ভুয়া তথ্য দ্রুত শনাক্ত ও মোকাবিলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বৈঠকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা হয়। শফিকুল বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবে।’
তিনি আরও জানান, সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাসে নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে দেড় লাখ পুলিশ সদস্যকে। তবে প্রধান উপদেষ্টা বৈঠকে মন্তব্য করেছেন যে, ‘পুলিশের অনেক ভালো কাজও প্রচারে আসে না, যা সামনে তুলে ধরা দরকার।’
এদিকে, নির্বাচনের সম্ভাব্য তারিখ (৫ আগস্ট) ঘোষণার বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব জানান, ‘এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে নির্বাচনী হটস্পট চিহ্নিত করা এবং প্রশাসনের রদবদল প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে।