“লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে নতুন করে অভিযোগ অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য”—খান তালাত মাহমুদ রাফি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবরকে নিয়ে সম্প্রতি নতুন করে যেসব অভিযোগ তোলা হচ্ছে, তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন খান তালাত মাহমুদ রাফি।
সোমবার (২৮ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব অভিযোগকে “অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেন।
তিনি লিখেছেন, “জনাব লুৎফুজ্জামান বাবর একজন পরীক্ষিত, মজলুম ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ দেশের আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে, এবং তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।”
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, রাজনীতিতে শিষ্টাচার ও ন্যায়বোধ বজায় রাখা অতীব গুরুত্বপূর্ণ। একজন নির্যাতিত ও নির্দোষ প্রমাণিত রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে বারবার অভিযোগ তোলাকে তিনি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলেও অভিহিত করেন।
উল্লেখ্য, জনাব লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের রাজনীতিতে একজন আলোচিত ব্যক্তি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। যদিও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছিল, পরবর্তীতে সেগুলোর নিষ্পত্তি আদালতের মাধ্যমে হয়েছে বলে তার সমর্থকরা দাবি করে আসছেন।
খান তালাত মাহমুদ রাফির এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।