গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় মিলেছে

গাজীপুরের টঙ্গীতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় মিলেছে, তার নাম ফারিয়া তাজনিম জ্যোতি (৩২)। তিনি রাজধানীর মিরপুরে বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর থানার বাগানপাড়া এলাকায়।
পরিচয় নিশ্চিত করেছেন তার চাচাতো বোন সুকতারা ইসলাম ঐশী। তিনি জানান, গতকাল রোববার (২৮ জুলাই) রাতে জ্যোতি চিকিৎসার জন্য টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইমপেরিয়াল হাসপাতালে গিয়েছিলেন। ফেরার পথে রাত ৯টার দিকে হাসপাতালের সামনের সড়কে থাকা একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে তিনি নিখোঁজ হন।
পরিবারের সদস্যরা জানান, রাতে বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হওয়ার খবর দেখে তারা জ্যোতির মোবাইলে যোগাযোগের চেষ্টা করেন। ফোন বন্ধ পেয়ে উদ্বিগ্ন পরিবার পরে টঙ্গীতে এসে খোঁজখবর নেয় এবং নিখোঁজ নারীর বর্ণনার সঙ্গে মিল পাওয়ার পর ধারণা করেন, ওই নারীই তাদের স্বজন জ্যোতি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার রাত থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান সোমবারও অব্যাহত রয়েছে। এ অভিযানে তিনটি উদ্ধারকারী দল ও দেশের অভিজ্ঞ পাঁচজন ডুবুরি অংশ নিয়েছেন। তবে এখনও জ্যোতির সন্ধান মেলেনি।
ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী রাত ৯টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশের ১২ ফুট প্রশস্ত ড্রেন সরু করে ৬ ফুটে নামিয়ে আনার কারণে বর্ষায় জলাবদ্ধতা বাড়ছে এবং খোলা ম্যানহোলগুলো হয়ে উঠছে প্রাণঘাতী। অভিযোগ রয়েছে, এক সময় ম্যানহোলে ঢাকনা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা সরিয়ে ফেলে এবং পরবর্তীতে আর তা পুনঃস্থাপন করা হয়নি।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ নারী উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের দাবি, এ ঘটনার দায়ভার হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে। একইসঙ্গে তারা সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।