জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশেরও দাবি জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, "জুলাই সনদ নিয়ে কাজ চলছে, তবে ধীরগতিতে। ১২ ফেব্রুয়ারি আমরা দলের পক্ষ থেকে খসড়া সনদ জমা দিয়েছিলাম। কিছুদিন আগে তারা পরিমার্জিত সংস্করণ চেয়েছিল, সেটাও দিয়েছি।"
তিনি বলেন, "আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেব। সংবিধানের চতুর্থ তফসিলে তা অন্তর্ভুক্ত থাকবে। অন্তর্বর্তী সরকারের স্বীকৃতিও সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে নিশ্চিত করা হবে।"
আওয়ামী লীগের শাসনব্যবস্থা নিয়ে সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, "শেখ মুজিব চার বছরের মাথায় গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছিলেন। শেখ হাসিনা সেই ধারার দ্বিগুণ ফ্যাসিবাদ কায়েম করেছেন। এদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না।"
তিনি আরও বলেন, "বিগত ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে। মাত্র ৩৬ দিনে সরকার পতন সম্ভব নয়, তবে আন্দোলনের ভিত্তি তৈরি হয়েছে।"
সভায় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততা ও ছাত্রলীগের বিচারহীনতার সংস্কৃতি স্পষ্ট হয়ে উঠেছে। মিটফোর্ডের ঘটনায় আমাদের শীর্ষ নেতাকে নিয়ে কুৎসিত স্লোগান দেওয়া হয়েছে। যদি কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, ছাত্রদল উপযুক্ত জবাব দেবে।"