মিটফোর্ডে সোহাগ হত্যা: জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে—স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একটি সভ্য সমাজে এমন সহিংসতা মেনে নেওয়া যায় না। ইতোমধ্যে এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে—গতরাতেও একজনকে আটক করা হয়। এর আগে দুজনকে অস্ত্রসহ র্যাব গ্রেপ্তার করে, আরও দুজন ডিএমপির হাতে ধরা পড়েছে। ডিবির একটি টিমও তদন্তে নিয়োজিত রয়েছে।"
তিনি বলেন, "ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে। আমাদের সমাজে সহিষ্ণুতা কমে যাচ্ছে। এটা রোধে অভিভাবক, শিক্ষক, চিকিৎসকসহ সমাজের সব শ্রেণির মানুষকে ভূমিকা রাখতে হবে।"
আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যেকোনো ঘটনার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সাহায্য নেওয়া উচিত। আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো যথাযথ ব্যবস্থা নেবে।”
আইন-শৃঙ্খলা বাহিনীকে ‘নির্লিপ্ত’ বলে কিছু অভিযোগের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাহিনী যদি নিষ্ক্রিয় হতো, তাহলে পাঁচজনকে গ্রেপ্তার করা সম্ভব হতো না। চাঁদপুর, কাঠমান্ডু ফ্লাইট, কিংবা মিটফোর্ডের ঘটনাগুলোয় আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। হয়তো কোথাও কোথাও কিছুটা দেরি হয়, তবে আইন-শৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয়।”