অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-এর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। সোমবার (৭ জুলাই) এই আদেশ দেন আদালত।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুল হক দিদার এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বনানী থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। আসামিপক্ষ আবেদন নাকচ চেয়ে আদালতে আপত্তি তোলার পর, শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বর্তমান শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট আনিসুল হককে গ্রেফতার করা হয়। এর পর থেকে বিভিন্ন মামলায় তার মোট ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
এছাড়া, ১ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করে। দুদক বলেছে, ক্ষমতার অপব্যবহার করে আনিসুল হক অবৈধ সম্পদের মালিক হয়েছেন এবং মন্ত্রণালয়ের দায়িত্বকালে নিজের ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬৬৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।