বাংলাদেশ-মরক্কোর নেতৃত্বমূলক ভূমিকা জোরদারে পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধির আহ্বান

মুসলিম বিশ্বের মধ্যে বাংলাদেশ ও মরক্কোর নেতৃত্বমূলক ভূমিকা জোরদারের লক্ষ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, গতকাল মরক্কোর রাজধানী রাবাতে তিনি মরক্কোর জাতীয় শিক্ষা, প্রাক-প্রাথমিক ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সাদ বেরাদারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
বৈঠকে মরক্কোর মন্ত্রী দেশটির সমন্বিত শিক্ষা ও ক্রীড়া কাঠামো এবং বিশেষ করে “স্টাডি অ্যান্ড স্পোর্টস” মডেল তুলে ধরেন, যা শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি প্রাক-প্রাথমিক শিক্ষার বিস্তারে নেওয়া নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের কথাও উল্লেখ করেন।
উপদেষ্টা সজীব মরক্কোর বাদশাহ মোহাম্মেদ ষষ্ঠের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে বলেন, “মরক্কোর শিক্ষা ও ক্রীড়ার সমন্বিত মডেল একটি রোল মডেল হিসেবে বিবেচিত হতে পারে।” তিনি প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক ক্রীড়া সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দেন এবং দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠতা বাড়ানোর আহ্বান জানান।
অতীতে বাংলাদেশের শিক্ষা ও যুব উন্নয়নে মরক্কোর মন্ত্রী সাদ বেরাদা ইতিবাচক মূল্যায়ন করেন। তিনি জানান, মরক্কো প্রি-স্কুল কার্যক্রমে গুরুত্বারোপ করছে এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ক্লাসরুমকে আরও শিক্ষণীয় করে তুলতে কাজ করছে। শিক্ষার্থীদের একাডেমিক তথ্য সংরক্ষণের জন্য ডেটাবেইজ তৈরি করা হয়েছে যা নীতিনির্ধারণে সহায়তা করছে।
বৈঠকে বাংলাদেশ ও মরক্কোর জাতীয় ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব আসে এবং আগামী ২০২৫ সালের “গ্লোবাল ইয়ুথ সামিট”-এ মোহাম্মদ সাদ বেরাদাকে আমন্ত্রণ জানান উপদেষ্টা সজীব।
উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন, এই বৈঠক শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা জোরদার করবে এবং ভবিষ্যতে সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ হবে।