শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সংঘর্ষ, বেশ কয়েকজন আটক

সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনার পথে পদযাত্রা চলাকালে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং বেশ কয়েকজনকে আটক করে।
তারা সকাল থেকে তিন দফা দাবি আদায়ে অবস্থান নিয়েছিলেন। বেলা সোয়া ১১টার দিকে পুলিশ বাধা সত্ত্বেও যমুনার দিকে পদযাত্রা শুরু করে। মৎস্য ভবন মোড়ে তাদের আটকানোর চেষ্টা করলেও তারা পুলিশি বাধা অগ্রাহ্য করে যমুনার দিকে অগ্রসর হয় এবং কাকরাইল মোড়ে বসে পড়ে।
পুলিশ তাদেরকে দশ মিনিটের মধ্যে যমুনা থেকে সরে যেতে সতর্ক করলেও বিক্ষোভকারীরা সরে না যাওয়ায় প্রথমে জলকামান নিক্ষেপ করা হয় এবং পরে কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে অংশ নেওয়া বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।