কুমিল্লায় মাদক চোরাকারবারের অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

কুমিল্লার কড়ইবাড়ি গ্রামে মাদক চোরাকারবারের অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলার বাঙ্গুরা বাজার থানাধীন ওই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।
বাঙ্গুরা বাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়রা তাদেরকে মাদক চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে আটক করে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “গ্রামবাসীর অভিযোগ, নিহত তিনজন দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ ছিল।”
তিনি আরও জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিস্তারিত তদন্ত করছি। কারা এই হামলায় জড়িত, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, এই হত্যাকাণ্ড ঘিরে এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।