জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে প্রিজনভ্যানে করে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ দিন তার বিরুদ্ধে মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি এ মামলায় ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ওই আদেশ দেন।
সেদিন রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন তামিম, ব্যারিস্টার মইনুল করিম, তারেক আব্দুল্লাহ এবং সাইমুম রেজা।
১৯৭১ সালে সংঘটিত মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম অঞ্চলে সংঘটিত কথিত "জুলাই-আগস্ট গণহত্যা" নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন। সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে গণহত্যা, হত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে বলে প্রসিকিউশন দাবি করেছে।
আসামিপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ সম্পর্কে কোনও প্রতিক্রিয়া জানায়নি।