বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই : উপদেষ্টা জাহাঙ্গীর আলম

বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সবার সহযোগিতায় বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সব পক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিগত ১০ মাসে কোনো জঙ্গি কার্যক্রমের তথ্যও আসেনি। এখন আর বাংলাদেশে জঙ্গিবাদ নেই।”
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের 'জঙ্গি' হিসেবে চিহ্নিত করার বিষয়ে তিনি বলেন, “দেশে যাদের ফেরত পাঠানো হয়েছে, তাদের কেউ জঙ্গি নয়। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছে। মালয়েশিয়ার পুলিশপ্রধান যে পাঁচজনের কথা বলেছেন, তারা দেশে আসেনি। সরকার তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে, তবে এদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।”রপ্তানি বাড়ছে, কোল্ড স্টোরেজও বাড়ানোর পরিকল্পনা
পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, “কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাকসবজি ও ফলমূল রপ্তানি করা হচ্ছে। রপ্তানির পরিমাণ বাড়ায় রপ্তানি কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, নতুন টার্মিনালে মালামাল স্ক্যানিংয়ের পর যদি কোনো পণ্য ওভারলোডের কারণে বিমানে না যেতে পারে, তবে সঙ্গে সঙ্গে তা কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা যাবে। এখন এই সুযোগ নেই, তবে নতুন টার্মিনালে থাকবে।
উপদেষ্টা বলেন, “আমরা শুধু এক-দুই ধরনের পণ্য নয়, বৈচিত্র্যপূর্ণ কৃষিপণ্য রপ্তানির ওপর গুরুত্ব দিচ্ছি। এর মাধ্যমে দেশের রপ্তানি আয় আরও বাড়বে।”
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে কৃষিপণ্য রপ্তানিতে সময় ও তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে কোল্ড স্টোরেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন উদ্যোগ বাস্তবায়নে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের প্রতিযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।