“কৃষকদের সারের দাম নিয়ে কেউ কারসাজি করতে পারবে না” — কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

মালয়েশিয়ায় সারের দাম বেড়ে যাওয়ায় সরকার এখন অন্য দেশ থেকে সারের আমদানির চেষ্টা করছে। আগামী নভেম্বর মাস পর্যন্ত দেশের সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২১ আগস্ট) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সারের দাম এবং ডিলারের লাইসেন্স সংক্রান্ত সমস্যায় জড়িত যারা, তাদের বাদ দিয়ে নতুন ডিলারশিপ দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, “কৃষকদের সারের দাম নিয়ে কেউ কারসাজি করতে পারবে না সে লক্ষ্যে ডিলারশিপ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে।”
তিনি আরও জানান, চলতি বছর আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই ভবিষ্যতের জন্য সারাদেশে ১০০টি কোল্ড স্টোরেজ চালু করার পরিকল্পনা প্রস্তাবিত হচ্ছে।
এছাড়া, কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের আওতায় মেশিনারিজ ক্রয়ে অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে বলে জানান জাহাঙ্গীর আলম।