জাতীয় ঐকমত্য কমিশনের ২০তম দিনের বৈঠক চলছে

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আওতায় ২০তম দিনের বৈঠক চলছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে।
সোমবার (২৮ জুলাই) বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হওয়া এ বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি নেতারা অংশ নিয়েছেন।
আজকের আলোচনায় মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে মতবিনিময় হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে— সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যাবলি, ন্যায়পাল (Ombudsman) প্রতিষ্ঠা এবং জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের বিধান।
বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। আলোচনা শেষে তিনিই প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিং দেবেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও পৃথকভাবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে ও নতুন সংবিধান সংশোধনের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। এর নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশনের কার্যক্রম শুরু হয়।
কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ রবিবার (২৭ জুলাই) জানান, এখন পর্যন্ত ২০টি বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে ১২টি ইস্যুতে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে আংশিক অথবা পূর্ণ ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।