তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, সারাদেশেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের তিন বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী পাঁচ দিন সারা দেশেই বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
শনিবার (২৬ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটসহ আট বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
তাপমাত্রার পূর্বাভাস:
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
দিনভিত্তিক সংক্ষিপ্ত পূর্বাভাস (২৭–৩০ জুলাই):
রোববার (২৭ জুলাই) থেকে বুধবার (৩০ জুলাই) পর্যন্ত আট বিভাগেই বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রতিদিনই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
২৯ ও ৩০ জুলাই তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনের পাঁচ দিনজুড়ে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে।