বিমানবন্দরে প্রবেশে নতুন সীমাবদ্ধতা, ২৭ জুলাই থেকে কার্যকর

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের স্বাগত ও বিদায় জানাতে আগত ব্যক্তিদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী রোববার, ২৭ জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এক বার্তায় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের দপ্তরের মুখপাত্র স্কোয়ার্ডন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম এই তথ্য নিশ্চিত করেন।
নতুন নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি বিমানবন্দরের ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি এলাকায় প্রবেশ করতে পারবেন।
নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো—
যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা,
বিমানবন্দর এলাকায় যানজট নিয়ন্ত্রণ করা,
এবং সর্বোপরি নিরাপত্তা নিশ্চিত রাখা।
স্কোয়ার্ডন লিডার মাহমুদুল হাসান বলেন, “সম্মানিত যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে আগতদের সুশৃঙ্খলভাবে চলাচলের অনুরোধ জানানো হচ্ছে। সকলের সহযোগিতা কাম্য।”
তিনি আরও জানান, নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে তা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রতি বছর প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী পরিবহন করে। প্রতিদিন গড়ে ১৪০-১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়, যার ফলে প্রতিনিয়তই বিমানবন্দর এলাকায় ভিড় ও যানজট লেগে থাকে।
নতুন এই নির্দেশনার মাধ্যমে বিমানবন্দর এলাকায় আরও সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।