স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: উপদেষ্টা আসিফ মাহমুদ

স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন— “স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।”
স্থানীয় সরকার পর্যায়ে— যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ—নির্বাচন এতদিন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে দীর্ঘদিন ধরেই এটি নিয়ে বিতর্ক ও সমালোচনা চলছিল, বিশেষত স্থানীয় পর্যায়ে দলীয় রাজনীতির প্রভাব ও উত্তেজনা বাড়ার অভিযোগে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট আইনে সংশোধনী এনে দলীয় প্রতীকের পরিবর্তে নিরপেক্ষ প্রতীকে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা হবে। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কার্যকরের পর নির্বাচন কমিশন এ বিষয়ে নির্দেশনা জারি করবে বলে ধারণা করা হচ্ছে।
একইদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য:
১. মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত
২. দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ ও এক মিনিট নীরবতা পালন
৩. নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত এবং শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আহ্বান
বিশ্লেষকরা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের সিদ্ধান্ত দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা স্থানীয় পর্যায়ের ভোটকে আরও অংশগ্রহণমূলক ও সহনশীল করতে সহায়তা করতে পারে।