উত্তরায় মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় একই পরিবারের তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত সোমবার (২১ জুলাই) বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় একই পরিবারের তিন শিশু শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ুয়া আরিয়ান, বাপ্পি ও হুমায়ের—তিন জনই একই এলাকায় বসবাস করতো এবং একসঙ্গে স্কুলে যেতো।
ঘটনার দিন সকালে তারা স্কুল শেষে কোচিং ক্লাসে অংশ নেয়। ক্লাস শেষে বাড়ি ফেরার পথে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা, যা তাদের স্বপ্ন ও জীবনের পথে চিরস্থায়ী বিরতি আনে। তারা সবাই দিয়াবাড়ির তারারটেক মসজিদের আশপাশে বসবাস করতো।
নিহতদের পরিবারবর্গ ও এলাকাবাসী আজ শোকস্তব্ধ। তাদের কবরস্থানে জনস্রোতও ছিল চোখে পড়ার মতো। দুর্ঘটনায় প্রাণ হারানো শিশুদের একজন মোহাম্মদ আবু শাহিনের ছেলে বাপ্পি এবং তার ভাইয়ের ছেলে হুমায়ের। আরিয়ান ছিল তাদের চাচাতো ভাই।
নিহত শিশুদের পিতা মোহাম্মদ আবু শাহিন বলেন, "সকালে তারা স্বাভাবিকভাবেই স্কুলে গিয়েছিলো। কিন্তু স্কুল থেকে ফিরে ফেরার সময় ঘটে এমন ভয়াবহ দুর্ঘটনা। আমি শেষমেষ বুঝতে পারলাম, আমার ছেলেরা আর বাঁচেনি।" তিনি আরও জানান, কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে তাদের মৃত্যু নিশ্চিত হয়।
দুর্ঘটনার সময় স্কুলে না থাকার জন্য বেঁচে যান আরিয়ানের সহপাঠী রাইয়ান আফনান, যিনি বন্ধুকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য জানাজায় অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, "গতকালই তো তিন ভাই ছোটখাটো খেলাধুলা করছিলো, আজ তাদের আর নেই।" পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাইলস্টোন স্কুল বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ৩২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, যার অধিকাংশই শিশু শিক্ষার্থী। আহত হয়েছেন শতাধিক।