উত্তরা দুর্ঘটনার পর বেবিচকে রদবদল, ফ্লাইট সেফটির নেতৃত্বে পরিবর্তন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে সরিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে ফেরত পাঠিয়েছে সরকার।
গত মঙ্গলবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আহসান হাবীবকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তার স্থলে গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলাম-কে বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস-এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে মনিরুল ইসলামের চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সম্প্রতি উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা দেশের ফ্লাইট নিরাপত্তা ব্যবস্থাপনায় নজর কাড়ে। এ প্রেক্ষাপটে উচ্চপর্যায়ের এই বদলিকে তাৎপর্যপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।