রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমের আট দিনের রিমান্ড মঞ্জুর

ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম এর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে মো. রাসেল হত্যা মামলায় পাঁচ দিন ও লিটন উদ্দিন হত্যা মামলায় তিন দিনের রিমান্ড অনুমোদন দেন।
পুলিশ আগের দিন দুই মামলায় মোট দশ দিনের রিমান্ডের আবেদন করেছিল। তবে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে আদালতে আবেদন করেন। তিনি বলেন, “জাহাংগীর আলম একজন সরকারি চাকরিজীবী ছিলেন, যার সঙ্গে মামলার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বয়স্ক এবং অসুস্থ, হাসপাতালে ভর্তি ছিলেন। এসব পরিস্থিতি বিবেচনা করে রিমান্ড বাতিলের অনুরোধ করছি।”
রিমান্ড শুনানির সময় জাহাংগীর আলম নিজেও আদালতে বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। ৫ আগস্ট অফিস করিনি, কিন্তু ২৭ জুলাইয়ের ঘটনা ৫ আগস্টের মতো দেখানো হচ্ছে। আমি ১৬ বছর ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছি। আমাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি থাকার এক বছর পরে গ্রেফতার দেখানো হয়েছে।”
শুনানি শেষে আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একই আদালত আজকের আদেশে যাত্রাবাড়ী থানার দুই হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার দেখানোর আবেদনও মঞ্জুর করেছেন।